অর্থনৈতিক পুনরুদ্ধারের আত্মবিশ্বাস বেড়েছে: সানেম
চার মাসে ১৬ শতাংশ উদ্যোক্তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের আত্মবিশ্বাস বেড়েছে, যা চার মাস আগেও ৪ শতাংশ ছিল। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-এর (সানেম) সাম্প্রতিক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
উদ্যোক্তারা ধীরগতিতে পুনরুদ্ধারের দিকে এগোচ্ছেন, ১৫ শতাংশ উদ্যোক্তার পুনরুদ্ধারের দুশ্চিন্তা কমেছে। গত অক্টোবরেও এ হার ছিল ২৬ শতাংশ।
ম্যানুফ্যাকচারিং ও সেবাখাতের ৫০০ জন ব্যবসায়ীর ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে সানেম।
সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান 'কোভিড-১৯ অ্যান্ড বিজনেস কনফিডেন্স ইন বাংলাদেশ' শীর্ষক ওয়েবিনারে এ প্রতিবেদন উপস্থাপন করেন।
ড. রায়হান জানান, জানুয়ারিতে চালান এ জরিপে অংশগ্রহণকারী ৭১ শতাংশ ব্যবসায়ী অর্থনৈতিক পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী।