জগের ভেতর প্রাচীনকালের ৬৫১টি রৌপ্যমুদ্রা!
তুর্কির প্রাচীন নগরী আইজোনাইতে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে উদ্ধার করা হয়েছিল ৬৫১টি রৌপ্যমুদ্রা। সম্প্রতি 'বিশেষ' এই মুদ্রা সম্পর্কে তথ্য প্রকাশ করে উদ্ধারকারী গবেষক দল।
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয়টির গবেষকেরা পুরাতাত্ত্বিক খননের সময় জগভর্তি ওই মুদ্রাগুলোর সন্ধান পান।
আধুনিক তুরস্কের পশ্চিমাংশে কুটাহিয়া প্রদেশে আইজোনাই সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায়।
২০১৯ সালে প্রাপ্ত ওই মুদ্রাগুলো রোমান সম্রাট অগাস্টাসের (ওরফে, আউগুস্তুস) সময়কালের বলে জানা গেছে। খ্রিস্টপূর্ব ৪৪ অব্দ থেকে ১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমের শাসক ছিলেন তিনি।
সম্রাট জুলিয়াস সিজারের হত্যার পর অগাস্টাসই ছিলেন প্রথম রোমান শাসক। তিনি তার সাম্রাজ্যকে বর্তমান যুক্তরাজ্য থেকে মিশর পর্যন্ত সম্প্রসারিত করেছিলেন। মৃত্যুশয্যায় দম্ভ করে তিনি বলেছিলেন, 'আমি রোমকে পেয়েছিলাম এক ইটের শহর হিসেবে, এখন একে মার্বেলের সাম্রাজ্য হিসেবে রেখে যাচ্ছি।'
প্রাপ্ত মুদ্রাগুলোর অনেকগুলোতেই অগাস্টাসের প্রতিকৃতি অঙ্কিত রয়েছে। আবার অনেক মুদ্রাতেই মার্কাস জুনিয়াস ব্রুটাসের মতো দেখতে প্রতিচ্ছবিও পাওয়া গেছে। ৪৪ খ্রিস্ট-পূর্বাব্দে সিজারকে হত্যার পেছনে অন্যতম পরিকল্পনাকারী ছিলেন ব্রুটাস। এমনকি, কিছু মুদ্রায় স্বয়ং সিজারের প্রতিকৃতিও পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রধান প্রত্নতাত্ত্বিক এলিফ ওজার বলেন, 'অত্যন্ত বিশেষ ও অনন্য' এই মুদ্রাগুলো সম্ভবত উচ্চপদস্থ কোনো রোমান সৈনিক আইজোনাইতে নিয়ে এসেছিলেন।
চলতি মাসের শুরুতে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিকাংশ মুদ্রার উৎপত্তিই সম্ভবত দক্ষিণ ইতালিতে হয়েছিল বলে উল্লেখ করা হয়।
'সাম্প্রতিক সময়ে উদ্ধারকৃত রৌপ্যমুদ্রার মধ্যে এই মুদ্রাগুলো সবচেয়ে মূল্যবান,' বলেন ওজার।
এর আগে, ২০১৮ সালের সেপ্টেম্বরে উত্তর মিলানের ক্রিসোনি থিয়েটারের বেজমেন্ট খননের পর সাজিমাটির জারে ৩০০টি রোমান মুদ্রা পাওয়া যায়।
এছাড়া অক্টোবরে, সিজার হত্যার 'নগ্ন ও নির্লজ্জ উদযাপন' হিসেবে আখ্যায়িত একটি রোমান মুদ্রা নিলামে নতুন রেকর্ড গড়ে।
নিলামে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা ব্রুটাসের চিত্রখচিত ওই রোমান 'অরিউস মুদ্রা' সাড়ে তিন মিলিয়ন ডলারে কিনে নেন।
- সূত্র: সিএনএন