মুশফিকের ব্যাটে ভারতের বিপক্ষে স্মরণীয় জয়
শক্তিধর ভারতের সামনে সাকিব, তামিম বিহীন বাংলাদেশ দল শুরু থেকেই মনোবলে এবং শক্তি সামর্থ্যে ছিল পিছিয়ে। তবে ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে সেটি বুঝতে দেননি বাংলাদেশের ক্রিকেটাররা।
ভালো বোলিংয়ে ভারতকে ১৪৮ রানে আটকে দেওয়ার পর মুশফিক-সৌম্য’র ব্যাটে তিন বল আগেই ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় নিয়ে এসেছে বাংলাদেশ।
আটবারের মুখোমুখি দেখায় এই প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিক। ওপেনার সৌম্য সরকার ৩৫ বলে খেলেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৩৯ রানের ইনিংস।
দিল্লীর বায়ু দূষণের কারণে অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে কিনা তা নিয়ে দিনভর ছিলো শঙ্কা। তবে সব শঙ্কার মেঘ কাটিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামে দক্ষিণ এশিয়ার এই দুই দল।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেন সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর নতুন করে দায়িত্ব পাওয়া বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি জানিয়েছিলেন, ভারতকে যত কমে সম্ভব আটকে রান তাড়া করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বোলারদের সহায়তায় ভারতকে তার দল ৬ উইকেটে ১৪৮ রানেই আটকে দেয়।
এই ম্যাচে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হন মোহাম্মদ নাঈম শেখ যিনি খেলেন ২৮ বলে ২৬ রানের একটি কার্যকরী ইনিংস।
হার্দিক পান্ডিয়ার চোটে ভারতের স্কোয়াডে অভিষেক হয়ে অল-রাউন্ডার শিবম দুবের। মাত্র ১ রানেই দুর্দান্ত এক ক্যাচে তাকে ফিরিয়ে দিয়েছিলেন আফিফ হোসেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, দিপক চাহার, খলিল আহমেদ।