জাতীয় বিশ্ববিদ্যালয়: আটকদের মুক্তি চেয়ে আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত
চলমান পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ এবং পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে আপাতত আন্দোলন স্থগিত করেছেন তারা। আগামী রোববারের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুশিয়ারিও তারা দিয়েছেন।
এর আগে সকাল থেকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ মোড়ে প্রতিবাদ জানাতে আসা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকাল থেকে দাঁড়াতে দেয়নি পুলিশ। তবে কয়েকজন শিক্ষার্থী আটকের পর পৌনে ১২টার দিকে আরও শ'খানেক শিক্ষার্থী এসে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান নেয়।
শাহবাগ মোড় অবরোধ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আটক করে পুলিশ বাকিদের ছত্রভঙ্গ করে দেয়।
শাহবাগ থানায় আটক সাত শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন- তেজগাঁও কলেজের কাউসার আহমেদ, তিতুমীর কলেজের হাসান আল মেহেদী, শাহ দিদার, সিদ্ধেশ্বরী কলেজের আল-আমিন মিনা, সাগর, খিলগাঁও মডেল কলেজের মো. সজল মিয়া এবং হাজী সেলিম কলেজের মিরাজুল ইসলাম।
পুলিশ ভ্যান থেকেই ফেসবুক লাইভে এসে আল-আমিন মিনা নামে আটক ওই শিক্ষার্থী বলেন, "আমরা প্রতিবাদ করতে শাহবাগ এসেছি কিন্তু এখন আমাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই এখানে আসুন প্লিজ।"