লিচের পর রুটের স্পিন ঘূর্ণি, মুহূর্তেই শেষ ভারতের ইনিংস
১০০ টেস্টের ৯২ ইনিংসে বোলিং করেছেন, উইকেট ৩২টি। চার উইকেটে পেয়েছেন মাত্র একবার। রেকর্ড বলে বোলার হিসেবে জো রুটের তেমন নামডাক নেই। ব্যাট হাতেই দলকে পথ দেখাতে ভালোবাসেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। সেই রুটই হয়ে উঠলেন স্পিন জাদুকর। তার স্পিন তোপে পড়ে মুহূর্তেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস।
আহমেদাবাদে দিবা-রাত্রির টেস্টে বল হাতে রীতিমতো শাসন করলেন রুট। মাত্র ৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। এটাই রুটের প্রথম ৫ উইকেট ও টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। তার দারুণ বোলিংয়ে ১৪৫ রানেই গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস।
অভিষিক্ত ভেন্যু নরেন্দ্র মোদী স্টেডিয়ামের স্পিন উইকেটে রুটের স্পিন ভেল্কিতে ২৮ রানের মধ্যেই শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয় ভারত। এরআগে ভারততে চেপে ধরার কাজটি করেছেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। তার শিকার ৪ উইকেট। বাকি উইকেটটি নেন জফরা আর্চার।
৩ উইকেটে ৯৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানের ব্যাটে বড় লিড নেওয়ার স্বপ্ন দেখছিল বিরাট কোহলির দল। কিন্তু রাহানেকে ফিরিয়ে ভাঙন ধরান লিচ। কিছুক্ষণ পর ৬৬ রান করা রোহিত শর্মাকেও ফেরান তিনি।
দ্রতই দুই উইকেট হারিয়ে চাপে পড়া ভারতের চাপ আরও বাড়িয়ে তোলেন রুট। একে একে ফিরিয়ে দেন ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও জাসপ্রিত বুমরাহকে। এরপরও ৩৩ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। ইংল্যান্ডের প্রথম ইনিংস মাত্র ১১২ রানেই গুটিয়ে গিয়েছিল।
দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু করতে পারেনি ইংল্যান্ড। দলীয় ২ রানের মধ্যেই জ্যাক ক্রাউলি ও জনি বেয়ারস্টোকে হারায় ইংলিশরা। দলীয় ১৯ রানে থেমেছেন ডম সিবলিও। তিনটি উইকেটই নিয়েছেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।