আদ্-দ্বীন হাসপাতালে মডেল ফার্মেসী উদ্বোধন
রাজধানী মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল ফার্মেসী মডেল ফার্মেসী হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ মডেল ফার্মেসী উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্পের আওতায় আদ্-দ্বীন হাসপাতাল ফার্মেসীকে মডেল ফার্মেসী হিসেবে ঘোষণা করা হলো। দেশে ঘোষিত মডেল ফার্মেসীগুলোতে আমাদের পক্ষ থেকে তদারকির ব্যবস্থা থাকবে। মডেল ফার্মেসীর শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আদ্-দ্বীন হাসপাতাল-এর নির্বাহী পরিচালক ডা: শেখ মহিউদ্দিন বলেন, “মডেল ফার্মেসী সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ঔষধের গুণগত মান বজায় রাখতে মডেল ফার্মেসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদ্-দ্বীন হাসপাতালে মডেল ফার্মেসী হিসেবে-এর মান ধরে রাখতে আমরা সদা প্রচেষ্টা চালাবো।”
এসময় আরো উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিং এর ডিরেক্টর জেনারেল ডা: নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মো: আফিকুর রহমান, ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ এর সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল হক প্রমুখ।