বিনা খরচে আট জনকে চাঁদে নিয়ে যাবেন জাপানি ধনকুবের
এবার বোধহয় সত্যিই পূরণ হতে যাচ্ছে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর শখ! জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া নানান শ্রেনিপেশার ৮ জন মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন তার সাথে বিনা-খরচে চন্ত্রভ্রমণে যেতে।
প্রযুক্তি সাম্রাজ্যের অন্যতম অধিপতি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস-এক্স এর আয়োজনে ২০২৩ সালে যাত্রা শুরু হবে 'ডিয়ার মুন' নামের এই চন্দ্রাভিজানের।
টুইটারে এক ভিডিওতে ইউসাকু মায়েজাওয়া বলেন, "আমি চাই সব ধরনের শ্রেণি-পেশার মানুষ এই যাত্রায় যোগদান করুক।" ভিডিওতে তিনি আবেদন পদ্ধতির বিস্তারিত বিবরণের একটি লিঙ্ক'ও জুড়ে দিয়েছেন।
তিনি আরো জানান, পুরো যাত্রার ব্যয়ভার তিনিই বহন করবেন, তাই যারা বিদেশ থেকে আসতে চান- তাদের কাউকে বিমান ভাড়ার খরচ নিয়েও চিন্তা করতে হবে না।
তিনি বলেন, আবেদনকারীদের অবশ্যই দুটি শর্ত পূরণ করতে হবে: ১. যে ধরনের কাজই তাদের দেওয়া হোক না কেন, তা করতে এগিয়ে আসতে হবে এবং ২. একই উদ্দেশ্যে এই যাত্রায় থাকা অনান্য ক্রু মেম্বারদের প্রতি তাদের সহায়ক ভূমিকা পালন করতে হবে।
ভিডিওতে তিনি আরো বলনে, "আমি সবগুলো আসন কিনে নিয়েছি, তাই এটি হবে একটি ব্যক্তিগত সফর।"
ইউসাকু মায়েজাওয়া একজন ফ্যাশন মোগল এবং শিল্প সংগ্রাহক। এর আগে তিনি বলেছিলেন যে, তিনি স্টারশিপ রকেটে ভ্রমণের জন্য শিল্পীদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছেন, তবে এই সমন্বয়কৃত প্রকল্প "বিশ্বের নানান প্রান্তের মানুষকে এই যাত্রায় যোগদানের সুযোগ করে দেবে।"
গত বছর তার সাথে চন্দ্রভ্রমণে যাবার জন্য নারী সঙ্গী খোঁজার ঘোষণাও দিয়েছিলেন তিনি, তবে সেই ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়ার ফলে সিদ্ধান্ত থেকে সরে আসেন ইউসাকু মায়েজাওয়া।
২০১৮ সালে, ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেসএক্সের প্রথম প্রাইভেট যাত্রী হিসেবে মহাকাশযানে চাঁদের চারপাশে ঘুরে আসার মধ্য দিয়ে মায়েজাওয়া মহাকাশ ইতিহাসে নাম লেখান।
মায়েজাওয়া মহাশূন্যে এবারের যাত্রায় আটটি টিকেটের জন্য কত মূল্য দিয়েছেন- তা অবশ্য প্রকাশ করা হয়নি, কিন্তু ইলন মাস্কের মতে তা ছিল 'অনেক টাকার মামলা।'
২০২৩ সালের জন্য পরিকল্পিত এই যাত্রা ১৯৭২ সালের পর মানুষের প্রথম চন্দ্র যাত্রা হবে।
- সূত্র- বিবিসি