নারী দিবসে গুগলের বিশেষ অ্যানিমেশন ডুডল
গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে এবং বিশেষ কোন ব্যক্তির স্মরণে প্রায়শই ডুডল প্রকাশ করে থাকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল।
আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আন্তর্জাতিক নারী দিবস, ২০২১ উপলক্ষে নিজেদের হোমপেজে এবার বিশেষ ভিডিও ডুডলের মাধ্যমে বার্তা দিয়েছে গুগল।
শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে সে সকল নারীর প্রতি যারা সমাজের অচলায়তনকে উপেক্ষা করে সবার প্রথমে শিক্ষা, মানবাধিকার, বিজ্ঞান, শিল্প ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন।
অ্যানিমেশন ভিডিওটিতে দেখানো হয়েছে নীল আকাশের নীচে নারীরা হাতে হাত ধরে এগিয়ে যাচ্ছেন। সাদা প্যাঁচানো অক্ষরে গুগল শব্দটি মাঝখানে লেখা রয়েছে। প্রথমে স্থিরচিত্রের মত মনে হলেও, লেখাটির মাঝে ক্লিক করলেই চলতে শুরু করবে ভিডিও। এরপরেই সময়ের আবর্তে বিভিন্ন পেশায় নারীরা কীভাবে সফলতার সঙ্গে অবদান রেখে চলেছেন তা দেখানো হয়েছে।
হেলেন লেরক্সের অলংকৃত ডুডলটির ব্যাখ্যায় গুগল লিখেছে, "প্রথম নারী নভোচারী থেকে শুরু করে এভারেস্টজয়ী প্রথম নারী, আগের বছরগুলোতে অন্য যেকোন কিছুর চাইতে বিশ্ব খুঁজেছে 'প্রথম নারী'কে। নারী দিবসে গুগল তাই সেসব নারীদের উদযাপন করছে যাদের হাত ধরে ইতিহাস রচিত হয়েছিল, যারা ছিলেন প্রথম এবং অন্যদের পথিকৃৎ"।
তারা আরও লেখে, "আজকের আন্তর্জাতিক নারী দিবসে ডুডল নারীদের সংগ্রামের যাত্রা তুলে ধরে- সেসব নারী অগ্রগামীদের গুগল সম্মান জানায় যারা সমাজের স্ট্যাটাস কো'র মুখে চ্যালেঞ্জ ছুঁড়ে জয় ছিনিয়ে এনেছিলেন; শিক্ষা, নাগরিক অধিকার, বিজ্ঞান, শিল্প এবং আরও অনেক ক্ষেত্রে অনুজ নারীদের পথ প্রশস্ত করেছিলেন"।
"এখানে অঙ্কিত হাতগুলোই পরবর্তী প্রজন্মের নারীদের জন্য সুযোগের দ্বার খুলেছিল, ভিডিও ডুডলে আমরা তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করছি। এদের কেউ প্রথমবার অর্জনের আনন্দ উপভোগ করেছেন আবার কেউ অনেকদিনের রুদ্ধ হয়ে থাকা মর্যাদা এবং অধিকার অর্জন করে নেন সংগ্রামের মাধ্যমে।"