পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্যের সময় বাড়ছে
ভারতীয় কাস্টমস বিভাগ পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের সময়কে তিন ঘন্টা বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত ধার্য করেছে।কোভিড -১৯ বিধিনিষেধে শিথিলতা আনার চলমান মহড়ার অংশ হিসাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার কর্মকর্তারা জানান। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
তারা জানান, স্থলবন্দরে আটকে পড়া ট্রাকের সংখ্যা হ্রাস করাই এই পদক্ষেপের লক্ষ্য।
কোভিড -১৯ প্রোটোকল অনুযায়ী, কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত পেট্রাপোলের সমন্বিত চেক-পোস্টের মাধ্যমে ট্রাক চলাচল রাত ৮টা অবধি অনুমোদিত ছিল।
পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তর চব্বিশ পরগনার জেলা ম্যাজিস্ট্রেট রপ্তানি ও আমদানির সময় বাড়ানোর অনুমতি দেয়ার কারণে এখন থেকে বাণিজ্য চলবে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।
পেট্রাপোল এক্সপোর্টারস এন্ড ইম্পোর্টারস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি পরিতোষ বিশ্বাস জানান, সাধারণত দিনে ৫০০-৫৫০টির মত ট্রাক ভারত থেকে সীমান্ত অতিক্রম করে এবং প্রায় ১০০-১৫০টি বাংলাদেশ থেকে আসে।
"ইন্দো-বাংলা সীমান্তের সবচেয়ে বড় সুবিধা হলো, এখন পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কেবল ২৫০-২৭৫টি ট্রাক বাংলাদেশে চলাচল করতে পারবে।"
তিনি অভিযোগের সুরে বলেন, "পেট্রাপোলের মাধ্যমে প্রতিদিন সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশগামী ট্রাকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যদিও এখন ইলেকট্রনিক ফাইলিংয়ের মত সুবিধা এবং একটি সুযোগসুবিধা সম্পন্ন রপ্তানির পথ রয়েছে তবু পণ্যবাহী যানবাহন ২০-২৫ দিনের মত আটকে থাকে"।
তবে দু'দেশের মধ্যে বাণিজ্যের জন্য সময় বাড়ানোর পরিবর্তে শুল্ক বিভাগকে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেয়া উচিত যেন কোন ট্রাক আটকে না থাকে। এটি রপ্তানিকারকদের জন্যও কার্যকর হবে।