রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না আজ
গ্যাসের উচ্চচাপজনিত পাইপলাইন সংস্কারের কাজ করবে আজ তিতাস গ্যাস কোম্পানি। এজন্য রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক আমিন বাজারে রাস্তার উন্নয়ন কাজ করার সময় তিতাস গ্যাসের উচ্চচাপ গ্যাস লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, মিরপুর, গ্রীনরোড এলাকাসহ ঢাকা শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় বিকেল ৬টা পযর্ন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
লিকেজ মেরামত কাজ সম্পন্ন হলে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
গ্যাস সরবরাহ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কতৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।