দেশে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখতে পারে সরকার
ভারত অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সব ধরনের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করায় দেশে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখতে পারে সরকার।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম এ কথা বলেন।
গণমাধ্যমকে তিনি বলেন, 'অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা আমাদের দেশেও খারাপ প্রভাব ফেলবে। আমরা এখন প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া বন্ধ রেখে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে পারি।'
তিনি আরও জানান, এখন পর্যন্ত সরকারের কাছে ভ্যাকসিন সরবরাহকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আসন্ন বাংলাদেশ সফরের সময় অস্ট্রাজেনেকা ভ্যাকসিনের আরও ১২ লাখ ডোজ বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়ার জন্য নিয়ে আসবেন।
'সরকারিভাবে এই ১২ লাখ ডোজ সম্পর্কে আমাদের অবহিত করা হয়েছে,' বলেন অধ্যাপক খুরশিদ।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শিগগির তাদের অভ্যন্তরীণ চাহিদা বাড়ার সম্ভাবনা থেকেই ভারত ভ্যাকসিন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজস্ব জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের ভ্যাকসিন প্রয়োজন বলে জানানো হয়।