স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্তে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সমগ্র জাতি গৌরবের এ দিনটি উদযাপন করছে। এ উপলক্ষে এক বার্তায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, "অংশীদার হিসেবে আমরা (যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ) বৈশ্বিক চ্যালেঞ্জগুলি মোকাবিলায় একযোগে কাজ করতে পারি।"
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা প্রতিরোধের লড়াই জোরদার করার পাশাপাশি আগামী ৫০ বছরে সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে পারে।
এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে ব্লিনকেন বলেছিলেন, "৫০ বছর ধরে আমরা অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে শান্তি রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছি। দুই দেশের মানুষের মধ্যে বন্ধন জোরদার করেছি। ফলে আমাদের বন্ধুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে"
ব্লিনকেন বলেন, "অংশীদার হিসেবে বর্তমানে আমাদের দেশের জনগণ মানবাধিকার উৎসাহিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরসন ও করোনা মহামারি মোকাবিলায় কাজ করছে।"
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণেও দুই দেশ একসঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বৈশ্বিক উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন ব্লিনকেন।