বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
সিরিজ বাঁচানোর ম্যাচে বল হাতে ভালোই তোপ দাগলেন তাসকিন, শরিফুল, নাসুমরা। তারপরও ব্যাট হাতে দাপট দেখালেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। তাতে বাংলাদেশের লক্ষ্য আর ছোট রইলো না। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ১৬ ওভারে ১৭০ রানের লক্ষ্য।
নেপিয়ারে টস হেরে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ ওভার কমিয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।
আরও কম রাধে স্বাগতিকদের আটকানো যেত। কিন্তু ক্যাচ ও ফিল্ডিং মিসে তা হয়নি। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জেতার বিকল্প নেই মাহমুদউল্লাহ রিয়াদের দলের। হারলে এক ম্যাচ আগেই সিরিজ খোয়াতে হবে বাংলাদেশকে।
ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। ৪ ওভারেই স্কোরকার্ডে ৩৬ রান যোগ করেন তারা। এরপর অবশ্য কিউইদের রানচাকায় লাগাম টানেন বাংলাদেশের বোলাররা। দ্রুত তিনটি উইকেটও তুলে নেন তাসকিন, সাইফউদ্দিন শরিফুলরা।
১৯ রানের ব্যবধানে নিউজিল্যান্ডের তিনটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। ১৭ রান করা ফিন অ্যালেনকে ফিরিয়ে শুরুটা করে দেন পুরো সফরে দারুণ বোলিং করে আসা তাসকিন। আরেক ওপেনার গাপটিল ২১ রান করে সাইফউদ্দিনের শিকারে পরিণত হন। তেড়েফুঁড়ে শুরু করা ডেভন কনওয়েকে ফেরান শরিফুল। ৯ বলে ১৫ রান করে বিদায় নেন তিনি।
ঠান্ডা মাথায় ব্যাটিং করেও বড় ইনিংস খেলতে পারেননি উইল ইয়ং। ১৭ বলে ১৪ রান করে মাহেদীর বলে আউট হন তিনি। এরপর কিউইদের রানচাকা ঘুরিয়ে গেছেন গ্লেন ফিলিপস। শেষের দিকে তার সঙ্গে যোগ দেন ড্যারিল মিচেল।
মাত্র ২৭ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করা ফিলিপস ৫৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। ৩১ বলের অপরাজিত ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কায় সাজান ডানহাতি এই ব্যাটসম্যান। ড্যারিল মিচেল ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। মাহেদী হাসান ২টি উইকেট নেন। এ ছাড়া তাসকিন, সাইফউদ্দিন ও শরিফুল একটি উইকেট পান।