বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে সব ধরনের রাইড শেয়ারিং সেবা
করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় সব ধরণের রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিআরটিএ'র পরিচালক সারওয়ার আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এ নিষেধাজ্ঞা আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।"
তিনি বলেন, "সব রাইড শেয়ারিং সেবা কোম্পানিকেই তাদের কার্যক্রম স্থগিত করার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে বুধবার (৩১ মার্চ) বিআরটিএ'র এক অফিস আদেশে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।