বিয়ে ভাঙলেন ‘হিন্দি মিডিয়াম’ অভিনেত্রী সাবা
পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের ইনস্টা পোস্ট এখন ভাইরাল। যেখানে নিজের বিয়ে ভাঙার খবর নিজেই পোস্ট করেছেন। প্রেমিক আজিম খানের সঙ্গে বিচ্ছেদের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সাবা।
তিনি লিখেছেন, 'সবাইকে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে। অনেকগুলো ব্যক্তিগত কারণে আজিম খানের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এলাম। আমরা আর বিয়ে করছি না। আশা করি, আমার এই সিদ্ধান্তে আপনাদের পাশে পাব, যে রকম এর আগেও পেয়ে এসেছি।'
সাবা আরও লেখেন, 'তিক্ত সত্যি যত দ্রুত মেনে নেওয়া যায়, ততই ভালো। আমি আরও একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আজিমের সঙ্গে আমার কখনো দেখাই হয়নি। আমরা শুধু ফোনে কথা বলেছি। খুব কঠিন একটা সময়। তবে ইনশাআল্লাহ খুব দ্রুত এটা কাটিয়ে উঠতে পারব।'
আজিমের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি সাবা। যদিও কিছুদিন আগে আজিমের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক নারী। আজিম এই নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যা নিজেই পরে ডিলিট করে দেন।
বলা বাহুল্য, সাবা পাশে পেয়েছেন ভক্তদের। একজন লিখেছেন, 'আপনি খুব জলদি মনের মানুষ পেয়ে যাবেন।' খারাপ-ভালো দুরকম সময়েই পাশে থাকার অঙ্গীকার করেছেন সাবার ভক্তরা।
অন্যদিকে, সাবার করা এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে আজিম লিখেছেন, 'সাবা, তুমি সারা বিশ্বের সকল সুখ পাওয়ার অধিকারী। ঈশ্বর তোমার মঙ্গল করুক এবং তোমার জীবনে সাফল্য আসুক। মনে রাখবে, কঠিন রাস্তাই আমাদের সুন্দর গন্তব্যে নিয়ে যায়।'
বলে রাখা ভালো, ২০১৭ সালে মুক্তি পাওয়া বলিউড চলচ্চিত্র 'হিন্দি মিডিয়াম'-এ ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন সাবা কামার।