২ বছরের শিশু মাস্ক না পরায় অন্তঃসত্ত্বা মাকে নামিয়ে দেওয়া হলো বিমান থেকে
সম্প্রতি ২ বছরের শিশু মাস্ক না পরায় স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে অন্তঃসত্ত্বা মাসহ ওই পরিবারকে বিমান থেকে নামিয়ে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
টুইটারে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, ওই পরিবারকে বিমান থেকে নেমে যেতে বলা হচ্ছে। তাদের সঙ্গে থাকা ২ বছরের শিশু মাস্ক না পরাতেই এই কড়াকড়ি। ভিডিওটিতে সেসময় শিশুটিকে মায়ের কোলে বসে ইয়োগার্ট খেতে দেখা যায়।
এয়ারলাইন্সের একজন ফ্লাইট এটেন্ডেন্ট বলছিলেন, "আমার কিছু করার নেই। আপনাদের মালামাল নিয়ে চলে যেতে হবে,"
"এখানে আর কথা বলার কিছু নেই। আপনাদের বিমান থেকে নেমে যেতে হবে," বলছিলেন তিনি।
শিশুটির মা বলছিলেন, "ও এখনো শিশু, মাত্র কমাস আগেই ওর দু'বছর হলো। সে মাস্ক পরে অভ্যস্ত হওয়ার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছ,"
তারা তৎক্ষণাৎ বিমান থেকে না নামলে পুলিশ ডাকার হুমকিও দেন ওই ফ্লাইট এটেন্ডেন্ট।
শিশুটির বাবা বলছিলেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাদের এক শিশুর বয়স ২ বছর, তাদের ছেলে সন্তানের খিঁচুনি রোগের কারণে বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়।
আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, তারা তাদের মালামাল নিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিমানের একজন নারী কর্মকর্তা বলছেন, "এখানে তারাই সমস্যার কারণ ছিলেন,"
ভিডিওটি প্রকাশের পর থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
তবে স্পিরিট এয়ারলাইনস জানিয়েছে, ওই পরিবারকে বিমান থেকে নামিয়ে দেওয়ার আগেও দুইবার শিশুটিকে মাস্ক পরানোর জন্য অনুরোধ করা হয়। তারা সহযোগিতা না করাতেই ওই ফ্লাইট এটেন্ডেন্ট তাদের নামিয়ে দিতে বাধ্য হন।
- সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, ট্রাভেল পালস