বইমেলা শেষ হচ্ছে ১২ এপ্রিল
এবারের অমর একুশে বইমেলা শেষ হবে ১২ এপ্রিল তারিখে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ শনিবার এ ঘোষণা দিয়েছেন।
১৪ তারিখ থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউন ঘোষণার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মহামারীর মধ্যেই গত ১৮ই মার্চ এবারের অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়। পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ই এপ্রিল পর্যন্ত বইমেলা চলার কথা ছিল।
করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটলে গত ৫ই এপ্রিল দেশব্যাপী ঘোষিত চলমান এক সপ্তাহের লকডাউনের প্রাক্কালে এক নির্দেশনায় জানানো হয়েছিল, লকডাউনের মধ্যেও প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২১-এর কার্যক্রম চলবে।
এ সময়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের জারি করা বিধিবিধান ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণেরও নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা হয় মার্চ মাসে।
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের ১৫ লাখ বর্গফুট জায়গাজুড়ে এবারের বইমেলার আয়োজন করা হয়। মেলায় সব মিলিয়ে ৫২৬টি প্রতিষ্ঠানকে ৮৩৪ ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়। এছাড়া মেলায় রয়েছে ৩৩টি প্যাভিলিয়ন।