আহমদ শফীর মৃত্যুতে হেফাজতের ৪৩ নেতার সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ
হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফীর মৃত্যুর ঘটনায় সংগঠনটির বর্তমান যুগ্ম-মহাসচিব মামুনুল হক সহ ৪৩ নেতার সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে পুলিশ।
বুধবার বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ সংক্রান্ত তদন্তের প্রতিবেদন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেয়।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন পুলিশের ডিআইজি ও পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
সাবেক হেফাজত আমীর আহমদ শফীর মৃত্যুর ঘটনায় তার শ্যালক গত বছরের ১৭ ডিসেম্বর সংগঠনটির ৩৬ নেতাকে অভিযুক্ত করে চট্টগ্রামের আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে তিনি দাবি করেন, হাটহাজারি মাদ্রাসার তৎকালীন প্রধান আহমদ শফির মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বিষয়টি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো- পিবিআইকে তদন্ত করে একমাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয় আদালত।
হাটহাজারি মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশের আন্দোলন ও ভাংচুরের পর গত বছরের ১৭ সেপ্টেম্বর মাদ্রাসাটির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন আহমদ শফী। এর একদিন পর ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
১০৪ বছর বয়সী আল্লামা শফী ডায়াবেটিকস এবং উচ্চ রক্তচাপসহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন।