চিত্রনায়ক ওয়াসিমের চিরবিদায়
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওয়াসিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন।
শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াসিমের মৃত্যু হয়।
একসময়ের জনপ্রিয় এই নায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসাতেই ছিলেন। হাঁটতে পারতেন না বলে বিছানাতে শুয়ে-বসে দিন কেটেছে তাঁর। সম্প্রতি ভর্তি করা হয় ওই হাসপাতালে।
১৯৭৪ সালে 'রাতের পর দিন' চলচ্চিত্রে মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। সত্তর ও আশির দশকজুড়ে ফোক ফ্যান্টাসি ও অ্যাকশন চলচ্চিত্রে শীর্ষ নায়কদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। সিনেমা ক্যারিয়ারে ১৫২টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে- দি রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান ইত্যাদি।