চট্টগ্রামে ১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি
কয়েক দফা কর্মসূচি পালনের পর ১১ দফা দাবিতে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ব পাটকল আমিন জুট মিলসহ আরও ৯ টি পাটকলের শ্রমিকরা ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে।
নতুন এই কর্মসূচির ফলে বন্ধ হয়ে গেছে পাটকলগুলোর উৎপাদন। এর আগে মজুরি কমিশন বাস্তবায়নরসহ ১১ দফা দাবিতে ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল করে তারা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আমিন জুট মিল গেটে এ কর্মসূচি শুরু হয়েছে।
রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) এবং নন-সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেয়।
আমিন জুট মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামাল উদ্দিন জানান, মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামের আমিন জুট মিলেও ২৪ ঘণ্টার কর্মবিরতি চলছে। আমিন জুট মিলের ৪ হাজার কর্মীর পাশাপাশি চট্টগ্রামের আরও ৯টি পাটকলের শ্রমিকনেতারাও মিল গেটে অবস্থান করছেন।
কর্মসূচি চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আমিন জুট মিল সিবিএ সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা, সংগ্রাম পরিষদের শামসুল আলম প্রমুখ। বক্তারা শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রতি আহ্বান জানান।