দেশে মে মাসের মধ্যে ৪০ লাখ ডোজ স্পুটনিক ভি ভ্যাকসিন আসবে: ডিজিডিএ
আগামী মে মাসের মধ্যেই দেশে রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের ৪০ লাখ ডোজ আসবে। আজ এক ব্রিফিংয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ কথা জানান ।
তিনি বলেন, "আগামী মে মাসের মধ্যে রাশিয়ার ভ্যাকসিন পাওয়া যাবে। আপাতত ৪০ লাখ ডোজ পাওয়া যাবে। আজ আমরা রাশিয়ার ভ্যাকসিন অনুমোদন দিলাম, আগামীতে চীনের সিনোফার্ম অনুমোদন দেওয়া হবে,"
"আমাদের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস ১৪ টি ভ্যাকসিন উৎপাদন করে বিদেশে রপ্তানি করে। যে কোনো ফরমেটে তারা ভ্যাকসিন উৎপাদন করতে পারবে। এটি টেকনোলজি ট্রান্সফার হতে পারে আবার বাল্ক নিয়ে এসে ফিলান ফিনিশিংও হতে পারে। এটি কোনো সমস্যা না। আমাদের সক্ষমতা অনেক বেশি," বলেন তিনি।
মেজর জেনারেল মাহবুবুর রহমান আরও বলেন, "অন্যান্য উৎস থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছি। স্পুটনিক ভ্যাকসিন ২-৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। এ ভ্যাকসিন সরকারিভাবে আনা হবে এবং টিকাদান কার্যক্রমও সরকারিভাবে চলবে।"
উল্লেখ্য, আজ রাশিয়ার স্পুটনিক-ভি কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) ঔষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) এক সভায় এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়।