করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রাইভেট জেটে করে দেশ ছাড়ছেন ভারতের ধনীরা
ভারতের করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রাইভেট জেটে করে দেশ ছাড়ছেন দেশটির ধনী পরিবারগুলো।
ভারত থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ পর্যন্ত লাখ লাখ রূপি দিয়ে জেটের ফ্লাইট বুক করছনে দেশটির বিত্তশালীরা।
দিল্লি ভিত্তিক প্রাইভেট জেট সংস্থা ক্লাব ওয়ান এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজন মেহরা বলেন, "শুধু অতি ধনীরাই নয়, প্রাইভেট জেটের খরচ মেটানোর সামর্থ্য যাদের আছে, তারা সবাই জেট ভাড়া করছেন,"
গত রোববার দেশটিতে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্ত হন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন, মহামারি শুরুর পর থেকে পুরো বিশ্বে এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। বলিউডের অনেক সুপারস্টারের মালদ্বীপসহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অন্তত তিন জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএলে খেলছেন না আর।
কানাডা, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ দক্ষিণ এশিয়ান দেশগুলো থেকে যাত্রী পরিবহনে ব্যাপারে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। অল্প কিছু রিসোর্ট কেন্দ্রিক দ্বীপ ছাড়া দেশটিতে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করেছে মালদ্বীপ।
কাতার এয়ারওয়েসের ভারতীয় শাখার সাবেক প্রধান মেহরা আরও বলেন, "নিষেধাজ্ঞা জারি হওয়ার কিছুদিন আগে থেকেই লন্ডন, দুবাই ও মালদ্বীপে বিপুল সংখ্যক ভারতীয় প্রবেশের স্রোত লক্ষ করা গেছে,"
দিল্লি থেকে দুবাই যেতে প্রাইভেট ফ্লাইটের খরচ পড়ে প্রায় ১৫ লাখ রূপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ টাকা। গন্তব্যস্থল থেকে যাত্রীদের পৌঁছে দেওয়ার পর জেটে যাত্রী না থাকলে রিটার্ন ফ্লাইটের অর্থ পরিশোধ করতে হয় বলে জানান মেহরা।
একইসঙ্গে এয়ারলাইনগুলো টিকিটেরও দাম বেড়েছে।
ইজি ট্রিপ প্ল্যানার ইন্ডিয়ার সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিত্তি বলেন, জরুরি ভিত্তিতে প্রস্থানের জন্য অল্প কিছু দেশে যাওয়ার সুযোগ আছে।
দুবাই পর্যন্ত ইকোনমি-ক্লাস টিকিটের দাম দাঁড়িয়েছে ১৩০০ ডলারে, যা স্বাভাবিক সময়ের চেয়ে ১০ গুণ বেশি।
"মানুষ দেশ ছাড়তে এতোটাই মরিয়া হয়ে উঠেছে," বলেন মেহরা।
- সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট