কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল
প্রতিবেশী তিন দেশ থেকে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে নাগরিকত্ব (সংশোধনী) বিল অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এ ঘোষণা দেন ভারতের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী প্রকাশ জাভাদেকার। খবর হিন্দুস্তান টাইমসের।
নাগরিকত্ব সংশোধনী এই বিল অনুযায়ী, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যে অমুসলিমরা (হিন্দু, বৌদ্ধ, পার্সি, শিখ ও খ্রিস্টান) ধর্মীয় পীড়নের কারণে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার।
তবে বিলটিতে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কিছু বলা হয়নি।
আগামী সপ্তাহেই দেশটির সংসদে বিলটি উপস্থাপন করা হবে। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিলটি পাশ হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী দলগুলোর বিরোধিতার মুখে বিলটি পাস করা নিয়ে হিমশিম খেতে হতে পারে ক্ষমতাসীন বিজেপিকে। কারণ কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি, বাম এবং রাষ্ট্রীয় জনতা দল এই বিলের বিরোধিতা করে আসছে। তবে রাজ্যসভায় ভোটাভুটির সময় এআইএডিএমকে-র মতো দলগুলো ঠিক কোন দিক অবলম্বন করবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন সংসদে এই বিল উপস্থাপন করবেন সেই সময় বিজেপির সব সংসদ সদস্যদের সংসদে উপস্থিত থাকতে বলা হয়েছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার বিজেপি সাংসদদের উদ্দেশে বলেন,নাগরিকত্ব সংশোধনী বিলটি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা রদের মতোই গুরুত্বপূর্ণ একটি বিল।
বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু লোকজন যদি ওই দেশগুলো তে নিগৃহীত হয়ে থাকে, তাহলে আমাদের দায়িত্ব হলো তাদের প্রতি ন্যায়বিচার করা। এটা কোন ধর্মের সাথে যুক্ত না।