‘পর্দা কেলেঙ্কারিতে’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসের বিরুদ্ধে তদন্ত শুরু
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাজ্যের ইলেকটোরাল কমিশন। "পর্দার অর্থায়ন" নিয়ে চলতে থাকা বিতর্কের মুখে অনিশ্চিত হয়ে পড়েছে বরিসের প্রধানমন্ত্রীর পদ।
সম্প্রতি বরিস জনসন তার ১১ নং ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটের সংস্কারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। আর তাতেই টনক নড়েছে নির্বাচনী কমিশনের। বুধবার (২৮ এপ্রিল) কমিশন বরিসের বিরুদ্ধে তদন্তের আনুষ্ঠানিক ঘোষণা করে। নির্বাচনী কমিশন জানায়, বরিসের বিরুদ্ধে এই তদন্ত পরিচালনা জরুরি, কেননা এই অর্থায়নের পিছনে বেআইনী কর্মকাণ্ড জড়িত থাকতে পারে।
তবে, বরিস বরাবরই দাবি করে আসছেন যে তিনি কোনো অপরাধ করেননি। ব্যক্তিগত অর্থায়নেই তিনি ফ্ল্যাটের পুনঃসংস্কার করিয়েছেন।
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টিও বরিসকে ছেড়ে কথা বলছে না। লেবার দলের নেতা কিয়ার স্টারমার বরিসকে "পর্দার অর্থায়ন" কেলেঙ্কারির সাথে জড়িত "বড় দুর্নীতিবাজ" বলে মন্তব্য করেছেন। কিয়ারের অভিযোগ, বরিস এক ওয়ালপেপারের পিছেই ৮০০ পাউন্ড অর্থ (৯৪ হাজার টাকা) ব্যয় করেছেন।
গতকাল যুক্তরাজ্যের সাংবিধানিক অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে বরিসকে অর্থায়ন কেলেঙ্কারি নিয়ে সরাসরি প্রশ্ন করেন লেবার দলের প্রধান কিয়ার স্টারমার। আর তাতেই চটে যান বরিস। তবে, সেসব প্রশ্নের উত্তর না দিয়ে তিনি পাশ কাটিয়ে যান।
প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক বাসভবন পুনঃসংস্কার করতে পারেন। সেজন্য বার্ষিক বরাদ্দের পরিমাণ ৩০ হাজার পাউন্ড (৪২ হাজার ডলার)।
তবে, বিবিসির অনুসন্ধান অনুযায়ী বরিস বাড়ির সংস্কারে প্রায় দুই লাখ পাউন্ড (দুই লাখ ৮০ হাজার ডলারের সমতুল্য) খরচ করেছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বারাক ওবামা হোয়াইট হাউজ সংস্কারে যে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন তা বরিসের খরচের ধারেকাছেও নেই। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ সংস্কারে ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ব্যয় করেন।
তবে, চার বেডরুমের ১১ ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটটি হোয়াইট হাউজের মতো বিশালাকৃতির নয়। 'মিতব্যয়ী' নীতির জন্য পরিচিত কনজারভেটিভ দলের নেতা হিসেবেও বরিসের জন্য এই ব্যয় বেমানান। এছাড়া, মহামারি চলাকালে ব্রিটিশ জনসাধারণকে বারবার ত্যাগ স্বীকারের আহ্বান জানানোর কারণেও বর্তমানে উপহাসের পাত্রে পরিণত হয়েছেন এই প্রধানমন্ত্রী।
- দ্য গার্ডিয়ান ও দ্য ওয়াশিংটন পোস্ট অবলম্বনে