প্রথমবারের মতো প্রাণীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন করলো রাশিয়া
প্রথমবারের মতো অন্যান্য প্রাণীদের জন্য ১৭ হাজার ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন করেছে রাশিয়া। দেশটির ভেটেরিনারি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রোসেলখোজনাদজর শুক্রবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
ক্লিনিক্যাল টেস্টে কুকুর, বিড়াল, শেয়াল ও মিংকের দেহে অ্যান্টিবডি তৈরির প্রমাণ মেলার পর গত মার্চে 'কারনিভ্যাক-কোভ' নামের ভ্যাকসিনটির নিবন্ধন করে রাশিয়া।
দেশটির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ভ্যাকসিনের প্রথম ব্যাচ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে সরবরাহ করা হবে।
জার্মানি, গ্রীস, পোল্যান্ড, অস্ট্রিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, মালেয়শিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, লেবানন, ইরান ও আর্জেন্টিনার বিভিন্ন কোম্পানি এই ভ্যাকসিন কেনার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানানো হয়।
মানুষ ও অন্যান্য প্রাণীদের মধ্যে ভাইরাস সংক্রমণের ব্যাপারে বারংবার সতর্ক করে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাশিয়ার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যাকসিনটি ঝুঁকিতে থাকা প্রাণীদের সুরক্ষা দিয়ে ভাইরাসের মিউটেশন রোধ করবে।
"প্রায় ২০টির মতো প্রতিষ্ঠান নিবন্ধন ও নিজ দেশে ভ্যাকসিন সরবরাহের আলোচনা শুরু করতে প্রস্তুত। দেশের বাইরে বিশেষত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে নিবন্ধনের কাজ প্রক্রিয়াধীন আছে," জানায় সংস্থাটি।
- সূত্র: রয়টার্স