আগামী সপ্তাহে ভারতে রেমডেসিভির পাঠাবে বাংলাদেশ
আগামী সপ্তাহে ভারতে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদিসহ কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি ভাইরাল ঔষধ রেমডেসিভির সরবরাহ করবে বাংলাদেশ। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
"আমাদের কাছে রেমডেসিভির সরবরাহের আবেদন করেছে ভারত। আমরা ঔষধটি পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি," বৃহস্পতিবার পররাষ্ট্র সচিবের উদ্ধৃতি দিয়ে জানানো হয় ঢাকা ট্রিবিউনের একটি প্রতিবেদনে।
সম্প্রতি ভারতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পর ঔষধটির চাহিদা বেড়েছে। দেশটিতে প্রতিদিনই সংক্রমণের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, বেড়েছে অক্সিজেন, বিভিন্ন ঔষধ ও হাসপাতালের শয্যার চাহিদা। অনেক রাজ্যেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির অভাব দেখা দিয়েছে।
গত সপ্তাহে রেমডেসিভির ও অন্যান্য কাঁচামালের ওপর আমদানি শুল্ক উঠিয়ে নিয়েছে ভারত সরকার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার ভারতে জরুরি ঔষধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি পাঠানোর প্রস্তাব দেয়।
১০ হাজার শিশি অ্যান্টি ভাইরাল ঔষধ, ৩০ হাজার পিপিই কিট, কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট পাঠানো হবে এই চালানে।
বাংলাদেশে ভারতে ছড়িয়ে পড়া ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়ান্ট সংক্রমণের আশঙ্কা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, "সংক্রমণের হার কমে এলে দেশের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে,"
উল্লেখ্য, প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৫ এপ্রিল ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ।
- সূত্র: মিন্ট