নাশকতায় ‘ইন্ধন’: হেফাজত নেতা হারুন ইজাহার ৯ দিনের রিমান্ডে
সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় দায়ের করা তিন মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজাহারের নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
হারুন ইজাহারের বিরেুদ্ধে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ভার্চ্যুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। একইসঙ্গে হাটহাজারী থানায় দায়ের করা আরও দুই মামলায় হারুন ইজাহারকে 'শ্যোন অ্যারেস্ট' দেখিয়েছেন আদালত।
জেলা পুলিশের আদালত পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, 'হাটহাজারী থানায় দায়ের তিন মামলায় প্রত্যেকটিতে হারুন ইজাহারের তিন দিন করে মোট নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে সিআইডির তদন্ত করা আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।'
এর আগে বুধবার মধ্যরাতে চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজারে জামিয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসা থেকে হারুন ইজাহারকে আটক করে র্যাব সদস্যরা। সে সময় র্যাব চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জানিয়েছিলেন, হাটহাজারীতে তাণ্ডবের ঘটনার নেপথ্যে ইন্ধন দিয়েছিলেন হারুন ইজাহার।
হারুন ইজাহার হেফাজতের সাবেক নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের (একাংশ) সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের ছেলে। যে মাদ্রাসা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়েছে, ২০১৩ সালের ৭ অক্টোবর সেই লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ম্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হন। তাদের মধ্যে দু'জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান। পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড জব্দ করেছিল।