অধ্যাপক অজয় রায় আর নেই
দেশ বরেণ্য পদার্থ বিজ্ঞানের অধ্যাপক অজয় রায় আর নেই। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে পরলোকগমণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বেশ কয়েকদিন ধরে একুশে পদকপ্রাপ্ত এই অধ্যাপককে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৫ নভেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের এই সাবেক অধ্যাপক। শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা অজয় রায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদেরও একজন। এই মুক্তিযোদ্ধার সক্রিয় অংশগ্রহণ ছিল ভাষা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি একুশের বইমেলা থেকে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার হন অজয় রায়ের বড় ছেলে বিজ্ঞানমনস্ক প্রবাসী লেখক অভিজিৎ রায়। গত ২৮ অক্টোবর আদালতে গিয়ে ছেলে হত্যা মামলায় সাক্ষ্যও দিয়েছেন এই অধ্যাপক।