মুসলমান আলেমকে ‘গ্রাম-প্রধান’ নির্বাচিত করলেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ অযোধ্যার গ্রামবাসী
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা জেলায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ গ্রাম রাজাপুর। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামের অধিবাসীরা হাফিজ আজিমুদ্দিন নামের একজন মুসলমান আলেমকে 'গ্রাম প্রধান' নির্বাচিত করেছেন।
গ্রামে মোট ভোটার সংখ্যা ৬০০, আর প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও ৬ জন, তাদের সকলকে পেছনে ফেলে ২০০ ভোটে জয়লাভ করেন আজিমুদ্দিন। এমনকি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে ৮৫টি ভোট বেশি পান।
রাজাপুরে মুসলিম ভোটারের সংখ্যা ২৭ জন, তারা সকলেই আজিমুদ্দিনের জ্ঞাতিগোষ্ঠী। এদের সকলের ভোট তিনি পেয়েছেন আর "বাকি ভোটগুলো আমার উপর আস্থা রাখা হিন্দুরা দিয়েছেন" বলে জানান আজিমুদ্দিন। এই জয়কে তিনি নিজের 'ঈদ উপহার' বলেও উল্লেখ করেন।
স্থানীয় মাদ্রাসা থেকে হাফেজ ও আলিম ডিগ্রী লাভকারী আজিম পেশায় একজন কৃষক। পারিবারিক চাষাবাদের পেশায় যুক্ত হওয়ার আগে তিনি ১০ বছর মাদ্রাসায় শিক্ষকতাও করেছেন।
তাকে ভোট দেওয়ার ব্যাপারে শেখর সাহু নামের এক গ্রামবাসী বলেন, "আমরা ধর্ম বিবেচনায় ভোট দেইনি। নিজেদের জন্য যাকে যোগ্য মনে করেছি, তাকেই ভোট দিয়েছি। মনেপ্রাণে হিন্দু হয়েও, একজন মুসলিম আলেমকে নির্বাচিত করার মাধ্যমে আমরা কতোটা অসাম্প্রদায়িকতা অনুসরণ করি- সেই দৃষ্টান্ত তুলে ধরেছি।"
আমিজুদ্দিনের জয়ের ব্যাপারে অযোধ্যা মসজিদ ট্রাস্টের সচিব আতহার হুসেন বলেন, "নিঃসন্দেহে এটি অসাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ। সকল প্রতিকূলতার মধ্যেও ভারতে ভিন্ন ভিন্ন সংস্কৃতির সহাবস্থান থাকতে পারে, এঘটনা তাই প্রমাণ করছে। আসুন আমরা সবাই মিলে এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করি।"
- সূত্র: টাইমস অব ইন্ডিয়া