সিগারেটের জন্য গ্যাস লাইটার জ্বালাতে গিয়ে ফ্ল্যাটে বিস্ফোরণ, দগ্ধ ৫
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি ফ্ল্যাট বাসায় বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার রাতে একটি এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় দগ্ধরা হলেন- প্রদীপ দাশ (৫২), মধুসূদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকজ দে (৪০) এবং কিশোর কুমার দে (৪২)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, 'বাড়ির মালিক প্রদীপ দাশ। বাকিরা তার বন্ধু, যারা প্রদীপের বাসায় বসে তাস খেলছিলেন। এসময় প্রদীপ সিগারেটের জন্য গ্যাস লাইটার জ্বালালে বিস্ফোরণ হয়।'
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন জানিয়েছেন, আহতদের শরীরের ৪০ থেকে ৭৫ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে প্রদীপের অবস্থা আশঙ্কাজনক।