পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল
ভারতের দিল্লিতে পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ভারতের সঙ্গে আসিয়ানভূক্ত দেশগুলোর সমন্বয়ে ‘দিল্লি ডায়ালগ’ নামে একটি সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে পৌঁছানোর কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। খবর হিন্দুস্তান টাইমসের।
পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের সিদ্ধান্ত এমন সময়ে এলো যার মাত্র একদিন আগে ভারত দেশটির নাগরিকত্ব বিল রাজ্যসভায় পাস করে।
ওই বিল অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যে অমুসলিমরা (হিন্দু, বৌদ্ধ, পার্সি, শিখ ও খ্রিস্টান) ‘ধর্মীয় পীড়নের কারণে’ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার।
বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তোলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তবে একইদিন প্রতিবেশীদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগের উত্তর দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন এ অভিযোগ সত্য নয়। যারাই এই তথ্য দিয়েছেন, তারা সঠিক তথ্য দেননি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের লোকসভায় এক দুই দিন আগে পাস হওয়া নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ সহিষ্ণু ও ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে দেশটির ঐতিহাসিক অবস্থান দুর্বল করবে। আমরা কাউকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিচার করি না আমাদের কাছে সবাই বাংলাদেশের নাগরিক।”
তবে সফর বাতিলের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই ভারত সফর বাতিল করেছেন তিনি।
“আমাকে নয়াদিল্লি সফর বাতিল করতে হয়েছে কারণ আমাকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের বাইরে মাদ্রিদে আছেন ও পররাষ্ট্র সচিব দ্য হেগে আছেন” বলেন তিনি।
এ কে মোমেন আরও বলেন, “দেশে কাজের জন্যই আমি আমি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। আমি জানুয়ারিতে পরবর্তী সভায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি। অনুষ্ঠানে যোগদানের জন্য আমি আমাদের মহাপরিচালককে পাঠাচ্ছি।”