টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার মাঠে নেমেছে তামিম ইকবালের দল। এই ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম।
শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন না এলেও বাংলাদেশ দুটি পরিবর্তন এসেছে। জায়গা হারিয়েছেন মোহাম্মদ মিঠুন ও তাসকিন আহমেদ। মিঠুনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। ২০১৯ সালের জুলাইয়ের পর জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলছেন ডানহাতি এই অলরাউন্ডার।
তাসকিনের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশের ১৩৬তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হচ্ছে বাঁহাতি এই পেসারের। এরআগে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি ও শ্রীলঙ্কা সফরে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের বিশ্বজয়ী যুব দলের এই সদস্যের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
একাদশে জায়গা হয়নি যাদের: সৌম্য সরকার, মাহেদী হাসান, মোহাম্মদ মিঠুন ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।
একাদশে জায়গা হয়নি যাদের: আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, মিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।