আবারও বৃষ্টির হানা, জয়ের অপেক্ষায় বাংলাদেশ
আর মাত্র একটি উইকেট। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের আনন্দে মাতবে বাংলাদেশ। এমন সময়ে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ৩৮ ওভারে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১২৬ তোলার পর বৃষ্টি শুরু হয়েছে। কভার দিয়ে উইকেট ঢেকে রাখা হয়েছে। বাংলাদেশের ইনিংসেও দুবার বৃষ্টি হানা দিয়ে, খেলা বন্ধ থাকে ঘণ্টা খানেকের মতো
নিশাঙ্কাকে ফিরিয়ে মাশরাফির আরও কাছে সাকিব
ব্যাট হাতে রানের দেখা মিলছে না। তবে বল হাতে সাকিব আল হাসান ঠিকই কিপ্টে, মিলছে উইকেটের দেখাও। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এখন পর্যন্ত চার ওভারে ১৪ রান দিয়ে এক উইকেটে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। নিজের চতুর্থ ওভারে পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে দিয়েছেন তিনি।
এই উইকেটে মাশরাফি বিন মুর্তজার আরও কাছে পৌঁছে গেছেন সাকিব। আর ২টি উইকেট পেলে দেশের সফলতম পেসারকে ছাড়িয়ে যাবেন তিনি। ২৬৯ উইকেটের মালিক মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে। ২৬৮ উইকেট নিয়ে দুই নম্বরে সাকিব আল হাসান।
শরিফুলের প্রথম শিকার লঙ্কান অধিনায়ক
ওয়ানডে অভিষেকে শুরুটা হলো ব্যাট হাতে। বেশি বল মোকাবেলা করা হয়নি শরিফুল ইসলামের। প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন শরিফুল ইসলাম। এতে অবশ্য মন খারাপ হওয়ার কথা নয় তরুণ এই ক্রিকেটারের। তার কাজটা তো বল হাতে! বল হাতে শুরুটা দুর্দান্তই করলেন বাঁহাতি এই পেসার।
লঙ্কান অধিনায়ক কুশল পেরেরাকে ফিরিয়ে আন্তর্জাতিক ওয়ানডের উইকেটের খাতা খুললেন শরিফুল। ইনিংসের ষষ্ঠ ওভারে শরিফুলের বলে শট খেলতে গিয়ে তামিম ইকবালের হাতে ধরা পড়েন কুশল পেরেরা।
দুই মাসের মধ্যে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই অভিষেক হলো শরিফুলের। গত এপ্রিলে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী এই সদস্যের। এরপর চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কায় টেস্ট অভিষেক হয় শরিফুলের।
দ্বিতীয় ওয়ানডেতে ২৪৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ২৪ রানে কুশল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। শুরুর ধাক্কা সামলানোর কাজটি করে যাচ্ছেন দানুশকা গুনাথিলাকা ও পাথুম নিসাঙ্কা। ১২ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ এক উইকেটে ৪৮ রান। গুনাথিলাকা ২১ ও নিসাঙ্কা ১৩ রানে ব্যাটিং করছেন।