ফ্রেঞ্চ ওপেনে সংবাদ সম্মেলনে কথা বলবেন না ওসাকা
ক্রিকেট, ফুটবলে ম্যাচের আগে ও পরে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের কোচ, অধিনায়করা। অন্যান্য খেলাতেও তাই। প্রতিপক্ষ বা ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলাটা চিরাচরিত নিয়ম। যেকোনো ধরনের খেলা বা টুর্নামেন্টে এমনই হয়ে থাকে। কিন্তু সবাইকে অবাক করে এই রীতিকে বিদায় বলে দিলেন জাপানের তারকা টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা।
একদিন পরই শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে সংবাদ সম্মেলনে কথা বলবেন না বলে জানিয়েছেন র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই টেনিস খেলোয়াড়। তার মতে, সংবাদ সম্মেলন অহেতুক চাপ বাড়ায় খেলোয়াড়দের ওপর। এমনকি মানসিক স্বাস্থ্যের ওপরও এর প্রভাব পড়ে বলে বিশ্বাস ওসাকার।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ওসাকা লিখেছেন, 'এসব আমি লিখছি এটা জানাতে যে, রোলা গাঁরোতে আমি কোনো সংবাদ সম্মেলন করছি না। আমি প্রায়ই অনুভব করছি যে, অ্যাথলেটদের মানসিক স্বাস্থ্যের প্রতি মানুষের কোনো সম্মান নেই।'
'যখনই আমি কোনো সংবাদ সম্মেলন বা কোনো ম্যাচ খেলতে নামি, তখন এটা বুঝতে পারি। যখন সংবাদ সম্মেলনে বসি, প্রায়ই এমন প্রশ্ন করা হয়, যা আগে একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে। আবার এমন প্রশ্ন করা হয়, যা আমাদের মনে সন্দেহ জাগায়। আমাকে সন্দেহ করে এমন মানুষদের কোনো বিষয়ে পরিণত হতে চাই না আমি।' যোগ করেন ওসাকা।
ওসাকা তার পোস্টে আরও লিখেছেন, 'আমার প্রেস কনফারেন্স না করার সঙ্গে টুর্নামেন্টের কোনো বিষয় জড়িত নেই। ছোট বেলা থেকেই কিছু সাংবাদিক আমরা সাক্ষাৎকার নিয়ে আসছেন এবং তাদের তাদের প্রায় সবার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সংস্থাগুলো যদি মনে করে তারা এটা বলতে থাকবে যে, 'সংবাদ সম্মেলন করো না হলে জরিমানা করা হবে' এবং ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষা করতে থাকে, তাহলে এটা তাদের সহযোগিতা করার প্রবণতা প্রকাশ করে। এখানে হাসা ছাড়া কিছু করার নেই আমার।'
ওসাকার এমন ঘোষণায় বিপাকে পড়তে হয়েছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনকে। জাপানি এই টেনিস তারকার নিয়ম লঙ্ঘন করার প্রবণতাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে আলোচনায় বসতে বাধ্য হয়েছে সংস্থাটি। ৩০ মে থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন, চলবে ১৩ জুন পর্যন্ত।