ফিনান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান আর নেই
ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান মারা গেছেন।
রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে শহিদুজ্জামানের কন্যা সাজিয়া শবনম গণমাধ্যমকে বলেন, "হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সন্ধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন আব্বু।"
দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান প্রতিবেদক এস এম জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, শহিদুজ্জামান খান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসার পর তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ডায়াবেটিস ও কিডনির সমস্যার কারণে নানা জটিলতা দেখা দেয়। আজ সন্ধ্যা ৭টার কিছু সময় পর তিনি মারা যান।
তিনি আরও জানান, শহিদুজ্জামান খানের কিডনির ডায়ালাইসিস চলছিল। তিনি গত ৭ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।
১৯৯৩ সালে ফিনানশিয়াল এক্সপ্রেসের যাত্রার পর থেকেই পত্রিকাটিতে নিউজ এডিটর ও পরবর্তীতে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করে আসছেন।
এছাড়াও পত্রিকাটির সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। এর আগে বাংলাদেশ অবজার্ভার ও দ্য ডেইলি স্টারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শহিদুজ্জামান খানের।