দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ: আইইডিসিআর
গত ১৬ মে দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকে এপর্যন্ত সময়ের মধ্যে ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে ৮০ শতাংশ নমুনাতেই ডেল্টা নামক ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ও ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিএসএইচআই) পরিচালিত বিভিন্ন জেলা থেকে সংগৃহীত নমুনার জিনোম সিকুয়েন্সের ফলাফল থেকে জানা গেছে, ৫০টি নমুনার মধ্যে ৪০টি নমুনাতেই ডেল্টা ভ্যারিয়েন্ট ও ৮টি নমুনায় বিটা ভ্যারিয়েন্ট (দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট) শনাক্ত হয়েছে।
৫০টি নমুনার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সংগৃহীত ১৬টি নমুনার ১৫টি-তে, গোপালগঞ্জ জেলা থেকে সংগৃহীত ৭টি নমুনার সবগুলোতে, খুলনা শহর থেকে সংগৃহীত ৩টি নমুনার সবগুলোতে, ঢাকা থেকে সংগৃহীত ৪টি নমুনার ২টি-তে ভারতীয় ভ্যারয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আগত ৭ জনের নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
এছাড়া, ভারত থেকে আগত ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বিভিন্ন জেলার অন্য তিনজন রোগী চুয়াডাঙ্গা ও খুলনায় চিকিৎসাধীন আছেন।
ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের ৮ জনের ভারত ভ্রমণের ইতিহাস আছে এবং ১৮ জনের বিদেশ থেকে আগত ব্যক্তির সংস্পর্শে আসার ইতিহাস আছে।
বিগত দিনগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে কোভিড-১৯ সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে লকডাউন জারি করা হয়েছে, ঠাকুরগাঁও সীমান্ত সিল করা হয়েছে।
সংক্রমণ কমাতে জনসাধারণকে সঠিকভাবে মাস্ক পরিধানের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি বজায় রাখার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।