আড়াই কোটি মানুষের নতুন করে দরিদ্র হওয়া বিশ্বাস করেন না অর্থমন্ত্রী
চলমান মহামারির অভিঘাতে দেশের দুই থেকে আড়াই কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে বলে বেসরকারি বিভিন্ন গবেষণা সংস্থার জরিপে উঠে আসলেও- তা বিশ্বাস করেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (৯ জুন) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি বিশ্বাস করি না যে, দুই থেকে আড়াই কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। বেসরকারি গবেষণা সংস্থাগুলো কোথা থেকে এই তথ্য পেল তা আমার জানা প্রয়োজন।"
তিনি বলেন, দারিদ্র্যের হার নির্ধারণের জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান (বিবিএস) আছে। আমাদের প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার আগে অন্য কারও তথ্য আমরা গ্রহণ করতে পারি না।
নতুন দরিদ্রদের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি- অর্থনীতিবিদদের এমন অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কোন দূর্বলতা নেই। বাজেট যখন বাস্তবায়ন শুরু হবে, তখন আমরা উপকারভোগীদের দেখতে পাব।
"যাদের নিয়ে আপনাদের প্রশ্ন, তাদের কাভার করার জন্যই আমরা এবারের বাজেট সাজিয়েছি," যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, আমরা যদি নিম্ন-আয়ের মানুষদের চিহ্নিত করে অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে পারি, তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। আমরা এই নীতিতে বিশ্বাস রেখে কাজ করে যাচ্ছি।