নিজেকে জীবিত প্রমাণ করতে চান রাউজানের ব্যবসায়ী ইকবাল হোসেন!
চট্টগ্রামের রাউজানে ইকবাল হোসেন নামের এক ব্যবসায়ীকে হালনাগাদকৃত ভোটার তালিকায় মৃত দেখিয়েছে নির্বাচন অফিস। নিজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তিনি 'মৃত'!
নিজেকে জীবিত প্রমাণ করতে এখন তিনি রাউজান উপজেলা নির্বাচন অফিসে ধরনা দিচ্ছেন। জীবিত থেকেও ভোটার তালিকায় নিজেকে মৃত দেখে এই ব্যবসায়ী রীতিমতো হতভম্ব।
ইকবাল হোসেন রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ীর মৃত শাহ আলমের পুত্র। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
মোঃ ইকবাল হোসেন বলেন, "গত ২১ এপ্রিল সিটি ব্যাংকে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঋনের জন্য আবেদন করি। জাতীয় পরিচয় পত্র অনলাইনে আপলোড না হওয়ায় ব্যাংক থেকে ঋনের টাকা নেওয়া সম্ভব হয়নি। এরপর বিষয়টি রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরার কাছে অবহিত করি। উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা সকল প্রকার ডাটাবেজ যাচাই করে দেখতে পান হালনাগাদ ভোটার তালিকায় আমাকে মৃত দেখানো হয়েছে।"
ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন হালনাগাদ ভোটার তালিকা থেকে মৃত কর্তন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক বরাবর রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরার মাধ্যমে আবেদন করেছেন।
রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন, "গত ২০১৭ সালে ভোটার হালনাগাদ করার সময়ে ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেনকে মৃত দেখানো হয়েছে। ওই সময়ে নোয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভোটার হালনাগাদ কাজ করতেন শিক্ষক জামাল উদ্দিন। ভোটার হালনাগাদ করার সময়ে সাইদুল্ল্যাহ নামে এক ব্যক্তি মোঃ ইকবাল হোসেনকে মৃত বলে তথ্য দেয়। জাতীয় পরিচয়পত্র থেকে মৃত কর্তন করার জন্য চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হবে।"