আগামী বছর নাগাদ শত কোটি ডোজ ভ্যাকসিন অনুদান দেবে জি-৭: ব্রিটিশ প্রধানমন্ত্রী
মহামারির প্রথম দিককার জাতীয়তাবাদী ও স্বার্থপর নীতি ত্যাগ করে বৈশ্বিক টিকাকরণ জোরদারে উন্নত রাষ্ট্রের জোট জি-৭ নেতাদের বলিষ্ঠ পদক্ষেপ দেখতে চায় বিশ্ববাসী।
রোববার (১৩ জুন) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একথা জানিয়ে বলেছেন, গ্রুপ অব সেভেন বলে পরিচিত জোটটির রাষ্ট্রপ্রধানেরা দরিদ্র দেশে মোট শত কোটি ডোজ ভ্যাকসিন অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এসব অনুদান সরাসরি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। প্রতিশ্রুতির আওতায় যুক্তরাজ্যও ১০ কোটি ডোজ দেবে বলে বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে।
জনসন বলেন, "বৈশ্বিক টিকাকরনণে এটি একটি বড় পদক্ষেপ।"
এসময় তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত কোভিড টিকার বৈশ্বিক ভূমিকা তুলে ধরে একে "বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভ্যাকসিন" বলেও উল্লেখ করেন।
জনসন বলেন, জনপ্রিয় হওয়ার কারণ এটি শুধু উৎপাদন খরচ অনুসারে বিক্রি করা হচ্ছে। অ্যাস্ট্রাজেনেকার এই সিদ্ধান্তকে তিনি 'মহানুভবতা' বলে মন্তব্য করেছেন।
এপর্যন্ত কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ করা ভ্যাকসিনের ৯৬ শতাংশই অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকার ডোজ বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।