আগামী বছরের জুনে আগারগাঁও-দিয়াবাড়ি রুটে চালু হচ্ছে মেট্রো রেল: ডিএমটিসিএল এমডি
আগামী বছরের জুনে আগারগাঁও-দিয়াবাড়ি রুটে মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রাঞ্জিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক। আজ (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, 'এ বছরের আগস্টে এ রুটে পরীক্ষামূলক চলাচল শুরু হবে।'
তিনি আরও বলেন, 'এমআরটি লাইন ১-এর (এয়ারপোর্ট, নতুন বাজার, কুড়িল ও কমলাপুর পয়েন্ট) আন্ডারগ্রাউন্ডের কনস্ট্রাকশন ২০২২ সালের মার্চে শুরু হবে।'
ট্রাফিক জ্যাম কমাতে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের অধীনে জাপানের সহায়তায় ঢাকায় কার্যকর ট্রান্সপোর্ট সিস্টেম তৈরির লক্ষ্যে ২০১২ সালে আনুমানিক খরচ ২২ হাজার কোটি টাকা ধরে এমআরটি লাইন-৬-এর অনুমোদন দেয় সরকার।
এই প্রকল্পের অংশ হিসেবে ২০২৪ সালের মধ্যে রাজধানীর দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত একটি ২০.১ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেললাইন তৈরি করা হবে।