শেনঝু-১২: নতুন মহাকাশ স্টেশনে চীনের প্রথম যাত্রীবাহী মহাকাশযান
আজ বৃহস্পতিবার (১৭ জুন) তিন নভোচারীকে মহাকাশে পাঠানোর মাধ্যমে নিজেদের নতুন মহাকাশ স্টেশন নির্মাণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন।
শেনঝু-১২ বা 'স্বর্গীয় যান' নামক এই মহাকাশযানকে আজ সকালে একটি লং মার্চ -২এফ রকেটের মধ্যে চালু করা হয়। উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমির জিকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
এই মিশনের মাধ্যমে নভোচারীরা তাদের মহাকাশ স্টেশন 'তিয়ানগং' বা 'স্বর্গীয় প্রাসাদ' এর মূল মডিউলে পৌঁছে যাবেন যা এই মুহূর্তে পৃথিবীর নিম্ন পরিমন্ডলে নির্মাণাধীন অবস্থায় আছে।
যাত্রা শুরু করার সাড়ে ছয় ঘন্টা পর মহাকাশযানটি মূল মডিউলের সাথে যুক্ত হবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। মহাকাশযানের ভেতরের ক্রুরা কক্ষপথে তিন মাস অবস্থান করবেন এবং এই সময় তাদের লাইফ সাপোর্ট সিস্টেম ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া পরীক্ষা করা হবে।
চীনের মহাকাশ স্টেশন নির্মাণের আওতাধীন ১১টি মিশনের মধ্যে শেনঝু-১২ই সর্বপ্রথম মিশন যেখানে যাত্রী বহন করা হয়েছে। বিগত পাঁচ বছরের মধ্যেও এটিই চীনের প্রথম মনুষ্যবাহী মহাকাশ মিশন।
তিন মাসের এ মিশনে সদস্যরা দুটি স্পেসওয়াক চালাবেন যা হবে সময়সাপেক্ষ। এরপরে আরো দুটি ল্যাবরেটরি মডিউল ও তিনটি মহাকাশযান তাদের মহাকাশ স্টেশনে পাঠাবে চীন।
গেল বুধবার চীনা মহাকাশ এজেন্সি তাদের মহাকাশযানের তিন সদস্যের নাম প্রকাশ করে। এই মিশনের নেতৃত্ব দিবেন নি হাইশেং। হাইশেং দলের সবচেয়ে পুরনো সদস্য এবং তিনি পিপল'স লিবারেশন আর্মি'র সাবেক পাইলট।
দলের দ্বিতীয় সদস্য হলেন লিউ বোমিং এবং তৃতীয় ও কনিষ্ঠতম সদস্য হলেন তাং হংবো। রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্র জানায়, হংবোই একমাত্র সদস্য যিনি আগে কখনো মহাকাশ মিশনে যাননি।
এছাড়াও গ্লোবাল টাইমস জানিয়েছে, তিনজন নভোচারীই চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সদস্য। কাকতালীয়ভাবে তাদের এ মিশনের সময়কালও সিসিপির ১০০ বছর পূর্তির সাথে মিলে যায়।
- সূত্র- সিএনএন