সাব্বিরের সঙ্গে শাস্তি পেলেন শেখ জামালের ম্যানেজারও
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্পিনার ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মারা ও বর্ণবাদমূলক গালিগালাজ করার শাস্তি পেলেন সাব্বির রহমান। লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার ডানহাতি এই ব্যাটসম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগ নিশ্চিত না হওয়ায় রূপগঞ্জের আর ম্যাচ নেই। এ কারণে ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি সাব্বিরকে।
সাব্বিরের সঙ্গে শাস্তি পেয়েছেন শেখ জামালের ম্যানেজার টিপু সুলতান মাহমুদ। তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেএসপির ঘটনায় সাব্বিরের দিকে তেড়ে গিয়েছিলেন তিনি। এই দুজনের আর্থিক শাস্তির বিষয়টি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ইলিয়াস সানিকে সতর্ক করে দেওয়া হয়েছে।
বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ১৬ জুন বিকেএসপিতে মাঠের বাইরে দুজন খেলোয়াড় ও একজন ম্যচ অফিসিয়ালের মধ্যকার ঘটে যাওয়া অনাকাঙিক্ষত ঘটনাটি সিসিডিএমের কাছে রিপোর্ট করা হয়েছিল। এরপর অনলাইনে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি শুনানির আয়োজন করে। যেখানে সাব্বির রহমান, ইলিয়াস সানি ও শেখ জামালের ম্যানেজার টিপু সুলতান মাহমুদের অংশগ্রহণ ছিল। শুনানির পর দুজনকে আর্থিক জরিমানা ও একজনকে সতর্ক করে দেওয়া হয়।
ঘটনাটি বুধবারের। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ডডিওএইসএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ডিএইসএসকে ১২১ রানের লক্ষ্য দিয়ে শেখ জামাল তখন ফিল্ডিয়ে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মারেন লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির রহমান।
কেবল ইট ছুঁড়ে মারাই নয়, ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন সাব্বির। বর্ণ বৈষ্যমূলক আচরণও করতে থাকেন রূপগঞ্জের এই ক্রিকেটার। এই ঘটনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ বুধবারই সিসিডিএমকে লিখিতি অভিযোগ করে। সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম বরাবর চিঠি পাঠিয়ে সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করে ক্লাবটি। এর একদিন পরই শাস্তি পেলেন সাব্বির।
এরআগেও ইলিয়াস সানির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন সাব্বির। ১৩ জুন শেখ জামালের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বোলার ইলিয়াস সানিকে গালি-গালাজ করেছিলেন রূপগঞ্জের এই ক্রিকেটার।