রংপুরে শীতজনিত রোগে ২৬ শিশুর মৃত্যু
ঘন কুয়াশায় আর কনকনে ঠাণ্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১২ দিনে উত্তরের জেলা রংপুরে ২৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এছাড়াও শীতে খুড়কুটো জ্বালিয়ে তাপ পোহাতে গিয়ে আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গত ১২ দিনে ভর্তি হয়েছেন আরও ২২ জন অগ্নিদগ্ধ মানুষ।
রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের উপ-পরিচালক ডা. শাহাদাত হোসেন জানান, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ২৭৫ জন শিশু ও বয়স্ক।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান জানান, রংপুরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও পঞ্চগড়ের তেতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সকাল থেকেই রংপুরসহ উত্তরাঞ্চলে সুর্যের আলো দেখা যায়নি। মহাসড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।