কাল থেকে শুরু হচ্ছে ফাইজারের টিকাদান
ঢাকার তিনটি হাসপাতালে সোমবার থেকে ফাইজার ভ্যাকসিনের ফার্স্ট রান টিকাদান শুরু হবে। প্রতিটি হাসপাতালে ১২০ জনকে এ টিকা দেওয়া হবে।
তাদের সাতদিন পর্যবেক্ষণ করার পর পুরোদমে টিকাদান শুরু হবে। ওই তিন হাসপাতালে নিবন্ধিতরাই শুধু ফাইজারের ভ্যাকসিন পাবেন।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ডা. শামসুল হক রোববার কোভিড বুলেটিনে এ তথ্য জানান।
প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলার জেনারেল হাসপাতালের ভ্যাকমিন সেন্টারে ভ্যাকসিন দেওয়া হবে।