“যোগচর্চার জন্ম নেপালে, ভারতে নয়”, নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ফের তোলপাড়
যোগাসন নিয়ে মন্তব্য করে ফের আলোচনায় এলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। গত সোমবার সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় যোগ চর্চার উৎপত্তি ভারতে নয়, বরং নেপালে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে, যোগ চর্চার উদ্ভবের সময় ভারতের কোনো অস্তিত্বই ছিল না বলে মন্তব্য নেপালের প্রধানমন্ত্রীর।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন তিনি। কে পি শর্মা বলেন, "যোগের জন্ম নেপালে, ভারতে নয়। যখন যোগের জন্ম হয়, তখন ভারতের কোনো অস্তিত্বই ছিল না। কেননা ভারত তখন ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল।"
জাতিসংঘে সাধারণ সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশের পর ২০১৫ সাল থেকে প্রতিবছর সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।
নেপালের প্রধানমন্ত্রীর দাবী, ভারত যখন বিভক্ত ছিল তখন তা একটি মহাদেশ কিংবা উপমহাদেশের মতো ছিল। আজকের মতো দেশটির তখন কোনো অস্তিত্বই ছিল না।
"সুতরাং, যোগের সূচনা নেপালেই ঘটেছিল। কিন্তু, আমাদের সাধু যারা যোগাসন সৃষ্টি করেছিলেন তাদের কৃতিত্ব না দেওয়ায় আমরা কখনোই বিষয়টিকে জনপ্রিয় করে তুলতে পারিনি। আমরা শুধু আমাদের অধ্যাপকদের অবদানের কথাই বলি," বলেন কেপি শর্মা ওলি।
এছাড়া, ভারতের মতো নেপাল বিশ্বে যোগচর্চাকে ছড়িয়ে দিতে পারেনি বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।
২০১৪ সালে ভারত জাতিসংঘে যোগ দিবস পালনের খসড়া প্রস্তাব রাখে এবং ১৭৫টি দেশের সম্মতিতে তা গৃহীত হয়।
প্রস্তাব উত্থাপনকারী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও একজন যোগ চর্চাকারী। জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক যোগ দিবসকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়ে মোদি বলেন, "যোগ আমাদের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য উপহার।"
কোভিড-১৯ প্রকোপের মধ্যেই সোমবার ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে যোগদিবস পালিত হয়।
এর আগে, সনাতন দেবতা রামের জন্মভূমি অয্যোধার প্রকৃত অবস্থান নেপালে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছিলেন কে পি শর্মা ওলি।
এছাড়া, দেবতা বিষ্ণুর অবতার রূপ হিসেবে রামের জন্ম নেপালে হয়েছিল বলেও দাবি করেন তিনি।
- সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে