রেস্তোরাঁয় খেয়ে ১৬ হাজার ডলার বকশিশ!
ভোজনপ্রিয় তো অনেকেই। কেউ কেউ আবার ভালোবাসেন নতুন পদ চাখতে। তাদের চাহিদা পূরণে দেশ-বিদেশের নানা রকম রেসিপি নিয়ে খোলা হয়েছে হাজারো রেস্তোরাঁ। কিন্তু, দিল-দরিয়া খদ্দেরের দেখা পাওয়া বিরল।
অন্তত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের একটি রেস্তোরাঁয় সম্প্রতি যে খদ্দের এসেছিলেন, তার মতো গ্রাহক পেলে ধন্যই হবেন প্রায় সকল ভোজনালয়ের মালিক ও কর্মচারী।
অজ্ঞাত ওই খদ্দের অর্ডার করেছিলেন খুব সামান্যই। কয়েকটি চিলি হটডগ, ফ্রায়েড পিকল চিপস ও পানীয়। কিন্তু, তারপর দিয়েছেন ১৬ হাজার মার্কিন ডলার বকশিশ!
খদ্দরের উদারতায় অভিভূত স্টাম্বল ইন বার অ্যান্ড গ্রিল- নামক ওই রেস্তোরাঁর মালিক মাইক জেরেল্লা স্থানীয় টিভি চ্যানেলকে বলেন, মোট বিল এসেছিল ৩৭.৯৩ ডলার। তিনি ক্রেডিট কার্ডে বিল দিয়েছিলেন। প্রথমে আমরা বিষয়টি লক্ষ্যও করিনি।
কিন্তু বিল দেওয়ার সময়, "তিনি তিনবার বললেন- সব টাকা এক জায়গায় খরচ করবেন না যেন।" তারপর একজন কর্মী ক্যাশ রেজিস্টারের পাশে থাকা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট উল্টে দেখেই চমকে যান। ওই কর্মী বিস্মিত হয়ে বলেন, হায় ঈশ্বর, আপনি কি সত্যিই এত টাকা বকশিশ দিচ্ছেন!
কিন্তু, উত্তরে সেই মহানুভব ব্যক্তি বলেন, "আমি জানি আপনারা এখন অনেক কষ্টের মধ্যে আছেন, তাই চাইছি আপনারা টাকাগুলো রাখুন। সত্যিই আপনারা কঠোর পরিশ্রম করছেন।"
ঘটনা শুনে মালিক জেরেল্লাও ভাবেন খদ্দেরটি ভুল করছেন। তারপর তিনি ম্যানেজারকে পাঠান। কিন্তু, তাকেও বকশিশ রাখার অনুরোধ করেন খদ্দেরটি। একইসঙ্গে, তার পরিচয় প্রকাশ না করার অনুরোধও করেছেন।
- সূত্র: এপি