পাকিস্তান যেতে আপত্তি নেই ডমিঙ্গোর
‘শেষ হইয়াও হইলো না শেষ’- বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত হওয়ার বিষয়টি এমনই হয়ে গেছে। শুরুতে পুরো সফর নিয়েই ছিল ধোঁয়াশা। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, কেবল টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। পাকিস্তান এমন প্রস্তাবে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি খেলে টেস্ট সিরিজ খেলার সিদ্ধান্ত নেয়ার কথা জানায় বিসিবি। কিন্তু এখন অবস্থাটা এমন, বাংলাদেশের পাকিস্তান সফর হবে কিনা সেটা কেউ জানে না! এই সফরের সম্ভাবনার সামনে বসে গেছে বড় এক প্রশ্নবোধক চিহ্ন।
কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, এই মুহূর্তে পাকিস্তানে টেস্ট খেলার সুযোগ নেই। এমনকি টি-টোয়েন্টি সিরিজ খেলাতেও জটিলতা আছে। কারণ অনেক সিনিয়র ক্রিকেটার নাকি টি-টোয়েন্টিও খেলতে যেতে চান না। বিদেশি কোচিং স্টাফরাও পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে অনাগ্রহী বলে জানান বিসিবি সভাপতি। তবে পাকিস্তানে যেতে আপত্তি নেই বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। দল পাকিস্তানে যাওয়ার ছাড়পত্র পেলে তিনিও যাবেন।
এ ছাড়া ২০১৯ সালে বাংলাদেশের পারফরম্যান্স, টেস্ট চ্যাম্পিয়নশিপ, সাকিব আল হাসানসহ আরও অনেক বিষয় নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
প্রশ্ন: ২০১৯ সালটা কেমন কাটাল বাংলাদেশ? আপনার মূল্যায়ন কী?
রাসেল ডমিঙ্গো: টি-টোয়েন্টিতে আমাদের উন্নতি হচ্ছে। আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছি আমরা। ভারতকে ভারতের মাটিতে হারিয়েছি। হয়তো সহজেই সিরিজটা জিততে পারতাম যদি শেষ ম্যাচে আরও একটু ভালো খেলতাম। তবে আমাদের টেস্ট এখনও অনেক পিছিয়ে।
প্রশ্ন: নতুন বছর ২০২০ সালে দলের কাছ থেকে কেমন পারফরম্যান্স আশা করছেন? কতোটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন?
ডমিঙ্গো: আমার মনে হয়, বড় বিষয় হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার চেষ্টা করা। বাছাই পর্বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে খেলতে হবে আমাদের। আমি মনে করি, আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বকাপের মূল পর্বে যাওয়া। এ ছাড়া কিছু টেস্ট সিরিজ জেতার চেষ্টা করা উচিত। দেশের বাইরে টেস্ট ম্যাচ জেতা এবং টেস্ট ক্রিকেটে উন্নতির চেষ্টা করাটা খুব গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্য স্থির করেছেন?
ডমিঙ্গো: দেশের বাইরে টেস্ট ম্যাচ জেতা আমার মূল ফোকাস হবে। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অতীতে দেশের মাটিতে ভালো করেছে বাংলাদেশ। কিন্তু দেশের বাইরে ছিল খুব বাজে পারফরম্যান্স। বাইরে অন্তত একটা টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। টেস্টে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। কারণ গত বছরের চেয়ে এবার আমরা বেশি টেস্ট খেলব। অবশ্যই এটা আমাদের জন্য অসাধারণ ব্যাপার হবে।
প্রশ্ন: বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই সফর নিয়ে আপনার ভাষ্য কী?
ডমিঙ্গো: আমার মনে হয় সিদ্ধান্ত হওয়ার পর আমাদের আলোচনা করতে হবে। বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তারপর কী হবে বোর্ড সিদ্ধান্ত নেবে।
প্রশ্ন: বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলে আপনার অবস্থান কী হবে? আপনি কি যাবেন?
ডমিঙ্গো: যদি দলকে যাওয়ার ছাড়পত্র দেয়া হয়, তাহলে আমি যাব। আর যদি দলকে যাওয়ার ছাড়পত্র না দেয়া হয়, তাহলে আমি অবশ্যই যাব না।
প্রশ্ন: জানা গেছে কোচিং স্টাফদের অনেকেই যেতে চান না?
ডমিঙ্গো: আমার মনে হয় কেউ কেউ যেতে আগ্রহী নয়। কিন্তু যদি আমাদের দলকে যেতেই হয়, তাহলে আমি পাকিস্তান যাব।
প্রশ্ন: দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ছাড়াই পরিকল্পনা কতে হচ্ছে, লড়তে হচ্ছে? এটা দলে কতোটা প্রভাব ফেলছে?
ডমিঙ্গো: এটা বড় ক্ষতি। কিন্তু তার অনুপস্থিতিতে এগিয়ে আসার ক্ষেত্রে এটা তরুণদের জন্য দারুণ সুযোগ। খেলাটা এভাবেই এগিয়ে যাবে, কিছু বিষয় আমরা নিয়ন্ত্রণ করতে পারব না।
প্রশ্ন: টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কী পরিকল্পনা আপনার? বাংলাদেশের কতোটা সম্ভাবনা দেখতে পান?
ডমিঙ্গো: টেস্ট সিরিজ জিততে চাই আমরা। আমি জানি না বাংলাদেশ কতগুলো টেস্ট জিতেছে। আমাদেরকে টেস্ট সিরিজ জিততে হবে এবং আমি মনে করি ২০২০ সালে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে।