মোবাইল ফোনে আর্থিক সেবায় কর্পোরেট কর কমিয়ে ৩০ শতাংশ
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওপর করপোরেট ট্যাক্স সাধারণ কোম্পানির মতো প্রযোজ্য হবে। অর্থাৎ কোম্পানিগুলোকে ৩০ শতাংশ হারে করপোরেট ট্যাক্স দিতে হবে।
এর আগে কোম্পানিগুলোকে ৩২ দশমিক ৫ শতাংশ হারে কর্পোরেট কর দিতে হতো সরকারকে।
মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ কর পুননির্ধারণ করা হয়।
এর আগে ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কর্পোরেট কর হার বর্তমান ৩২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ব্যাংক এবং ইন্সুরেন্স কোম্পানি এবং অন্যান্য ফাইন্যানশিয়াল সার্ভিসের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকেও একই ক্যাটাগরিতে আনতে ওই কর হার নির্ধারণের প্রস্তাব তিনি দিয়েছিলেন।