জুলাইয়ের প্রথম দিনেই চট্টগ্রামে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড
জুলাই মাসের প্রথম দিনেই চট্টগ্রামে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর নতুন রেকর্ড হল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৫২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন ব্যক্তি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার ১২টি রোগ নির্ণয় কেন্দ্রে ২০১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর এই সংখ্যা চট্টগ্রাম জেলায় এযাবৎকালের সর্বাধিক। এর আগে ২ এপ্রিল চট্টগ্রামে সর্বোচ্চ ৫১৮ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, "শনাক্তের পরিমাণের সঙ্গে সঙ্গে বেড়েছে শনাক্তের হারও, যা ২৫ শতাংশের কিছু বেশি। এর আগে গত বছরের ২৯ জুন শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া গত দুইদিনে ১৫ করোনা রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক।"
জেলায় যে ৫৫২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৩৯৬ জন চট্টগ্রাম শহরের বাসিন্দা, বাকিরা ১২ উপজেলার। এখন পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৩১৬ জনে দাঁড়াল। তাদের মধ্যে ৪২ হাজার ২৬৩ জনই নগরীর বাসিন্দা। বাকি ১৩ হাজার ৫৩ জন চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার। নতুন করে ৫ জনের মৃত্যুতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০৬ জন।