কোভিড-১৯: গত সপ্তাহে সবচেয়ে প্রভাবিত খুলনা বিভাগ
গত সপ্তাহ জুড়ে দেশে কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মারাত্মক রূপ নেয়, আর এতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে খুলনা বিভাগ।
খুলনা থেকেই প্রতিদিন সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা জানা গেছে এসময়ে। সীমান্তবর্তী হওয়ায় এ বিভাগে সংক্রমণও বাড়ছে ভয়াবহ মাত্রায়, সে জন্য অতি-সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টই দায়ী বলে ধারণা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার খুলনা বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়, যা দেশে মহামারি হানা দেওয়ার পর সর্বোচ্চ। এছাড়া গত সাত দিনে খুলনাতে পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি ২৩২ জন মারা যান। তারপরের অবস্থানে থাকা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে যথাক্রমে; ১৭২, ১৩৯ ও ১২৫ জনের প্রাণ কেড়ে নেয় কোভিড-১৯।
আজ শুক্রবার (২ জুলাই) দেশে মোট ১৩২ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে খুলনাতেই সবচেয়ে বেশি ৩৫ জন মারা গেছেন।